স্বাধীনতা তুমি কার?
প্রশ্ন জেগেছে মনে বারবার,
সত্যিই কি পেয়েছি স্বাধীনতা?
কেন হারালো তবে মানবতা!
মানুষ কেন পায় না খেতে
দু'বেলা দু'মুঠো গরম ভাত,
খোলা আকাশের নীচে এখনও
কাটায় কেন দিন রাত!
পতাকা পেয়েছি পাইনি স্বাধীনতা
নারী হারিয়েছে তার নিরাপত্তা,
শিশুরা আজও হচ্ছে ধর্ষিতা
চারিদিকে চলছে সমান অরাজকতা!
এখনও যখন ভোটের দামামা বাজে
রাস্তার মাটি লাল রক্তে সাজে,
স্বজন হারানোর আর্ত বিলাপে
আকাশ বাতাস আজও কাঁদে!
হতাশায় ভরা যুবকের বুক
সমাজের বুকে মারছে চাবুক,
ন্যায় নীতি গোল্লায় গেছে
স্বাধীনতা পেয়েছি, বলা কি সাজে?