শুভ জন্মাষ্টমীতে সকল শ্রদ্ধেয় কবিগণ এবং  কবিবন্ধুদের আন্তরিক ভালোবাসা।


দিবাকরের রোষানলে আমজনতা,
ক্রমাগত ঘাম,নেই মায়া মমতা।
তার অগোচরে এক ফালি মেঘ হয়ে,
অন্তর্যামী হাসেন দুর্বোধ্য ভঙ্গিমা নিয়ে।
বিকেলের আলোটা তাড়াতাড়ি ফিরে,
জানান দিল বৃষ্টি, সংক্রান্তি শিরে।
অকাল সন্ধ্যায় নামলো আকাশ জুড়ে,      
ঝমঝমিয়ে বারিধারা নাচে ভাদ্র সুরে।
সুরের সাথে তাল মেলাতে কবিমন,
বাহারি ছাতা বর্ষাতি আর যানবাহন।
সদ্যস্নাত রাজপথ আমাদেরি ঘামে,
ফিরিয়ে দেওয়া রাজনীতির খামে।
তবে কি এ বৃষ্টি নয়,যারে হেরি সাথে ;
আমাদেরি ঘাম ফিরেছে অন্য পথে।
নিয়েছিল কেড়ে, দিয়াছে ফিরায়ে;
তৃষিত বক্ষ নিমেষে গিয়াছে জুড়ায়ে।
প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পারদ চড়া,
শরতে বরষা অন্তর্যামীর হাতে গড়া।