ঘনকালো চাপ চাপ অন্ধকারগুলো
সবে জমাট বাঁধতে শুরু করেছে,
বাসনের ঠুং ঠাং কখন গেছে থেমে
পড়ার টেবিলের আলো নিভেছে।
আমার কবিমন রয়েছে জাগ্রত একাগ্র
বিছানায় স্ত্রী কন্যা নিদ্রাগভীর,
শব্দের দল সারিবদ্ধ উন্মুক্ত দরজায় ভীত
অপেক্ষায় নিশ্চল প্রত্যয় শরীর।
মধ্য রাত্রিতে চারিদিক নিস্তব্ধ সত্য
আমি আর ল্যাপটপ্ পরকীয়ায় মত্ত!