চুপ! কাঁদছে, ওরা কাঁদছে -
ক্ষুধার্ত শিশু দুটি ভাতের জন্য কাঁদছে,
বুলেটের গুলিতে ঝাঁঝরা স্বামীর জন্য স্ত্রী কাঁদছে,
পুত্রহারা জননী কাঁদছে,বধূ নির্যাতনের শিকার হওয়া
মেয়েটার অসহায় পিতা কাঁদছে,
ভাইয়ের জন্য স্নেহশীলা বোন কাঁদছে,
বোনের জন্য আদর্শবান ভাই কাঁদছে।
ওরা কাঁদছে, ওরা কাঁদবে
ওদের জন্য কেউ কাঁদবে না,
ওরা হার মেনেছে জীবনযুদ্ধে
যেখানে - নিজের অধিকার স্থাপনের জন্য
প্রতি পদক্ষেপে যুদ্ধ করতে হয়-
সেই যুদ্ধে, সেই মহান লড়াইয়ে।
ওরা হার মেনেছে -
পচে গলে যাওয়া সমাজের কাছে,
ওরা হার মেনেছে -
মুখোশধারী জনদরদী নেতার কাছে, ওরা হার মেনেছে -
ধ্বসে পড়া মানসিকতার কাছে,
ওরা হার মেনেছে -
মেরুদণ্ডহীন হাততালি নামক জীবের কাছে।
তাই তো ওরা কাঁদছে, ওরা কাঁদবে-
ওদের সাথে আরও একজন কাঁদছে,
কি দুঃখ পেয়েছে সে?
সর্বাঙ্গ খুবলে নিয়েছে যেন,
প্রতি অঙ্গে পচা দুর্গন্ধ,
লোভ -হিংসা -লালসার শিকার -
কে....
এ কি- ভারতমাতা যে!
হায় গো মাতা-
সন্তানের হাতে হয়েছ লাঞ্ছিতা
আধুনিক দুর্যোধনেরা করেছে তোমায় অনাবৃতা
কাঁদো- তুমিও কাঁদো-
জীবনযুদ্ধে যারা মেনেছে হার
তাদের সাথে এক হয়ে কাঁদো
সন্তানের হাতে লাঞ্ছিতা জননী আমার!