ষোল কলায় পূর্ণশশী রুপালী আলোয় স্নান করালো তোমায়,
পূর্ণতা পেল তোমার সারা অঙ্গ;
তুমি হয়ে উঠলে অনন্যা।
রাতজাগা তারারা তোমায় সাজিয়ে দিল তাদের মাধুর্য দিয়ে,
তুমি হয়ে উঠলে অপরূপা।
একদল রাতের পাখি তোমায় গান শোনালো,
তোমার কন্ঠে এলো সুর।
মাধবীলতা, চম্পা, চামেলী তোমায় নির্যাস প্রদান করলো,
সুরভিত হলে তুমি।
বৃক্ষদেবী চুপিসারে এসে দাঁড়ালো তোমার পাশে,
সখী পরিবৃতা হলে তুমি।
স্বপ্নভঙ্গে তুমি একা!
কঠোর নির্মম বাস্তবের রূক্ষ মাটিতে
চারিপাশে লোলুপ হায়েনা পরিবৃতা!
জ্যোৎস্না মাখা রুপোলী আলোর মায়াবী রাত অদৃশ্য!