কাঁচা মাংস খেয়ে বেশ তো চলছিল উদ্দাম জীবনযাপন,
কেন তবে সর্বনাশের বীজ সযত্নে করিলে বপন?
কেন মুখে দিলে দাবানলে ঝলসানো দেহ?
হে আদিম মানব- তোমার কিসের এত মোহ!
তোমার প্রদর্শিত পথ আজ অঙ্গার কালিমালিপ্ত,
জীবন্ত দেহ পুড়িয়ে আমরা হয়েছি চরম অভিশপ্ত!
তোমার বাতাসে ছিল না মানুষ পোড়ার গন্ধ,
তোমরা আদিম-বর্বর,অজানা সভ্যতার ছন্দ!
হে আদিম মানব-কেন শেখালে আগুনের ব্যবহার?
সভ্যতার গর্বে বলীয়ান,পুড়িয়ে করি ছারখার।
ভোরের বাতাসে নেই সুখ, সমাজের আজ কঠিন অসুখ;
মনুষ্যত্ব মানবিকতা ধ্বংস,জন্ম নিচ্ছে হাজার কংস।
নির্ভয়া,টুইঙ্কল কখনো বা প্রিয়াঙ্কা,
হারিয়েছে জীবন মেটাতে নরাসুরের আকাঙ্খা!
কোথায় কলরব?কোথায় চিৎকার? কোথায় বা হুঙ্কার?
ভেজা বারুদের মতো নেতানো মনুষ্যত্বের অহংকার!
মোমবাতির দাম বেড়েছে? তাই কি হয়নি মিছিল?
ঘুণধরা সমাজ,চকচকে সাজ, বিবেক রাস্তা পিচ্ছিল!