কেমন আছো কলকাতা?
- আমি ভালো নেই!
বিষাক্ত কার্বনমনোক্সাইডের গন্ধে
আমার ফুসফুস আক্রান্ত,
ডেঙ্গু -ম্যালেরিয়ায় আমার শরীর জরাগ্রস্ত ;
প্রতিনিয়ত শান্তির অভাবে ধুঁকছি।
প্রাণবায়ু কেড়ে নিতে সর্বক্ষণ চলছে ষড়যন্ত্র,
আমাকে কলুষিত করতে চলছে নিত্য পরিকল্পনা ;
আমার চরিত্রে দাগ দিতে চলছে রমরমিয়ে মধুচক্র।
ধনী গরীব নেই কোন হুঁশ
মধুর লোভে এরা সেজেছে আদিম মানুষ!
মধুচক্রে সামিল কত নেতা ও আমলা
অসহায় চোখে দেখি সকাল-সন্ধ্যাবেলা
রক্ষী আজ নিজেই অরক্ষী
তাকে কে করবে রক্ষা?
দিনে রাতে চলে ধর্ষণ এখানে
সমাজে ঢুকে গেছে যক্ষ্মা!
একদা এখানে ছিল মানুষ
সত্যিকারের সভ্য,
রচনা করেছে কত উপন্যাস
কত না নামী কাব্য।
তোমারা আমায় দেবে সম্মান
আমি নাকি সাহিত্য নগরী,
অশ্লীলতায় ভরেছে গেছে শহর
পাচ্ছে না বিচার ধর্ষিতা নারী!
কি করে ভালো থাকবো
কেই বা ভালো রাখবে?
সবাই নিজের আখের গোছায়
আমায় কে এখন দেখবে!
মিছিল নগরীর ঐতিহ্য হারিয়েছি
এখন যা হয় দম্ভ,
ব্রিগেডের ডাকে ভরে না মাঠ
দেখাই অষ্টরম্ভ!
ফুটপাত আজ উধাও হয়েছে
পাত আছে নেই ফুট,
ভোটের মায়ায় চলছে এসব
এতে নেই কোন ঝুট!
রাতের আমি নেই মোহময়ী
সুরক্ষা দিতে ব্যর্থ,
নিরাপত্তায় ভোগে মহিলারা সব
অখ্যাত বা বিখ্যাত!
তোমরাই বলো আমি কি আছি ভালো?
রন্ধ্রে রন্ধ্রে বিষের হাওয়ায় চারিপাশ ঘন কালো!