সুখগুলো বাক্সবন্দী করে
সারিবদ্ধ দুঃখগুলোকে নীল কাগজের নৌকায় চড়িয়ে যখন বিদায় জানালাম -
ষোলকলা পূর্ণ করে চন্দ্র অবজ্ঞার হাসি হেসেছিল!
সেদিন ভরা যৌবনসৌন্দর্যে অহংকারী চন্দ্র আমার সুখের সাথী হয়নি।
এক এক কলা হারাতে হারাতে নিকষ কালো অন্ধকারে হারিয়ে যাওয়া
চন্দ্রের সৌন্দর্য যখন কৃষ্ণপক্ষের কবলে;
আমার নীল কাগজের নৌকা মেঘেদের দেশ থেকে ফিরে
এক এক করে দুঃখের হিসাব মিলিয়ে দিয়ে বলে-
সুখ আপেক্ষিক, চিরসাথী দুঃখ কে আপন করে নাও;
দুঃখের মাঝেই পাবে সুখের ঠিকানা।
কর্মব্যস্ত জীবন থেকে সময় চুরি করে যখন কাব্য সাধনায় মগ্ন,
যখন সৃষ্টির উল্লাসে মন নাচে,
যখন দুঃখগুলো বন্দী করে শব্দের দল কবিতার খাতায় নৃত্যমগ্ন,
তখনই তোমার কথা মনে পড়ে;
কয়েক নিযুত মাইল দূরে থাকা সত্বেও
মনে হয় তুমি কত কাছে-
আমার নীল কাগজের নৌকা
আমি তোমায় ভালোবাসি।