আসরের শ্রদ্ধেয় কবি সমীর প্রামাণিক মহাশয়ের "দায়" কবিতাটি পড়ে অনুপ্রাণিত হয়ে আমার এই কবিতাটি লেখা।কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম।


হে আচার্য্য,
তব অভীষ্ট করেছ পূরণ…
কি শিক্ষা দিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মকে?
তোমার দেওয়া ভার বইতে বইতে
শিক্ষাঙ্গন বারে বারে হয়েছে রক্তাক্ত,
কখনও ছাত্র, কখনও বা শিক্ষক!

আজও একলব্যের রক্তে মাটি লাল!

এর দায় যে তোমাকেই নিতে হবে-
গুরু দ্রোণাচার্য!