কে তুমি!
দাঁড়ায়ে রয়েছ মোর হৃদয় দুয়ারে?
চেনা চেনা লাগে তবু অচেনা -
আধো আলো আধো অন্ধকারে,
দেখিতে পাই না তোমারে।
চলার ছন্দ, কোমল করাঘাত
কোন্ সুদূরের স্মৃতির দরজা খুলে দিয়ে যায়,
শব্দের প্রতিধ্বনি স্মৃতির প্রসাদে
ধাক্কা খেতে খেতে কোথায় যেন
মিলিয়ে যায়!
অসীম নিরবতার মাঝে মনে দাগ কেটে যায় তোমার ক্ষণিক উপস্থিতি,
চিনিতে পারিনি আমি-
হাজার চেনার ভীড়ে হারায়ে খুঁজিব কোথায়?
তাই, অতি সযত্নে রেখেছিলাম
আমার মনের চোরাকোঠায়।