আসরের শ্রদ্ধেয় কবি কবির হুমায়ূন -এর "কবিতা একুশ" পড়ে উদ্বুদ্ধ হয়ে আমার লেখা "একুশের বাঁধনে", তাঁকেই উৎসর্গ করলাম।


একুশের বাঁধনে-১

জীবন রাস্তার এতটা পথ  
পেরিয়ে এসে বড়ই ক্লান্ত,  
অবসন্ন, বিধ্বস্ত, বিষন্নতায়
ভরা এ দেহ-মনে সৃষ্টির উল্লাস
হারানো যেন কিবোর্ডের এন্টার!

একুশের বাঁধনে-২

হতাশার মাঝে একমুঠো আলো
প্রাণে উদ্দীপনার সাড়া
নীরব রাতে সীমাহীন আকাশে
একা চাঁদের পাহারা
সাথী গুটিকয় তারা
কবির কলমে সাজছে বসুন্ধরা।

একুশের বাঁধনে -৩

শ্রাবন পূর্ণিমার রাতে,
জোছনা মাখবো একসাথে।
জাগবো সারারাত, জাগবে স্মৃতি,
তোমাকে নিয়ে লিখবো কাব্যগীতি।
কাব্যপ্রেমে হয়ে বিভোর,
লিখতে লিখতে হবে ভোর।