প্রেমের প্রতীক তুমি দেবযানী
ত্যাগের প্রতীক তুমি দেবযানী
ব্যাথার নাম তুমি দেবযানী
ছলনার শিকার তুমি দেবযানী।

অপেক্ষার আর এক নাম দেবযানী
বঞ্চিতার আর এক নাম দেবযানী
করুণার আর এক নাম দেবযানী
ভালোবাসার আর এক নাম দেবযানী।

উপেক্ষিতা নায়িকা তুমি মহাকাব্যের পাতায়
কাটিয়েছ বড়ো দীর্ঘ সময় আশায় আশায়
মগ্ন ছিলে মধুর স্বপ্নে দিবস-যামিনী-ভোর
ছিন্ন হলো স্বপ্ন তব কাটিলো যখন ঘোর।

হতাশার আলো পিছনে ঢেলে
ব্যার্থতার গ্লানি ঝেড়ে ফেলে
আশার আলো সামনে মেলে
ক্ষমার প্রদীপ সামনে জ্বেলে
এগিয়ে চলবে জানি-
আমার প্রিয়তমা দেবযানী।