মনুষ্যত্ব কবেই হারিয়েছি
বিবেককে খুঁজে ফিরি,
জনে জনে জিজ্ঞাসি তাই
কোথায় বিবেকের বাড়ি?
সমাজের বুকে মূল্যহীন
অমূল্য ধন মানবিকতা,
বিকিয়ে গিয়েছে প্রেম
ভালোবাসা মায়া মমতা!
বিবেককে করেছি ক্ষত
প্রথম পলাশীর প্রান্তরে,
রক্তে ভেজা মাটিতে আজও
দগদগে ঘা অন্তরে!
বিবেক হারিয়ে বারেবারে
বাড়িয়ে চলেছি ঋণ,
ছেলেধরা বলে বৃদ্ধা মারছি
আমরা যে অস্তিত্বহীন!
চালাতে শাসন শোষণ অত্যাচার
লোভ লালসার করেছি আবাদ,
চারিদিকে আজ অরাজকতারাজ
বিবেক থাকলে করতো প্রতিবাদ!