ভাদরের বৃষ্টি প্রকৃতির দান
শ্রাবণের গর্মি কেঁদেছিল প্রাণ
বইয়ের পড়া পাল্টেছে আজ
ষড় ঋতুর নেইকো কাজ!
প্রকৃতির পরিবর্তন দায়ী মানুষ
গড়েছে শহর সভ্যতার ফানুস
যান্ত্রিক সভ্য বেড়েছে দূষণ
বিষাক্ত কার্বন হয়নি শোষণ!
গাছের জীবন করে বিপন্ন
আমরা হয়েছি মরণাপন্ন
বরফ গলছে তাপ বাড়ছে
মৃত্যুর থাবা উল্লাস করছে!
আমাজন পুড়ছে চিন্তিত আজ
গেলোগেলো রবে ভুলেছি কাজ
বনভূমির গায়ে কমপ্লেক্সের সাজ
বৃক্ষ ধ্বংস নেই কোন লাজ!