অনুভবের প্রকাশ আগের মতো হয় না!
অসহায় গরীবদের দেখে সহানুভূতি ঝরে না,
ফুটপাতবাসীদের অভাবে চোখে জল আসে না,
নেতাদের দুষ্কর্ম দেখেও প্রতিবাদ আসে না,
উন্নয়নের বন্যা বইলেও বাহবা দেওয়া হয়ে ওঠে না,
ভালোবাসার অপমৃত্যু ঘটলেও ঠেকাতে মন চায় না,
চিন্তার স্বাধীনতা থাকলেও বিকাশ ঘটাতে চাই না।
পঙ্গু অনুভব বইতে বইতে লজ্জায় ইতিহাসের পাতায়
মুখ লোকানোর অপচেষ্টার প্রয়াস!
এমন তো হওয়ার কথা ছিল না!
বিবেক বাক্সবন্দী,মানবতা শ্মশানগামী,
মনুষ্যত্বকে কুরে কুরে খাচ্ছে বল্মীক,
শিক্ষায় জল,জলের সংকট, ঘুষের
রমরমা বাজার,বাজার আগুন,
আগুনের ক্রমবর্ধমান দ্রব্যমূল্যবৃদ্ধি,
দ্রব্যমূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের হাঁসফাঁস!
অনুভবের প্রকাশ ঘটার আগেই মৃত্যু!