আমি তোমাকে কিছুই দিতে পারিনি।
কিন্তু-আমি তোমাকে যা দেব
তা কেউ কখনও দিতে পারবে না।

আমি তোমাকে বীজ দেব,মাটি দেব,
সার,জল,বাতাস-
সব দেব;
তারপর-
অঙ্কুরিত হবে বীজ,
অঙ্কুরিত চারাগাছ যখন মহীরূহ হবে-
তার ফুলে,ছায়ায়
তোমার সারাটা জীবন কেটে যাবে।

আমি তোমাকে স্রোতস্বিনী নদী দেব,
আমি তোমাকে মেঘসহ আকাশ দেব,
আমি তোমাকে আশার আলো দেব,
আমি তোমাকে ছন্দময় জীবন দেব,
আমি তোমাকে জঠর পর্যন্ত ভালোবাসা দেব,
আমি তোমাকে বাগানের প্রাচীর ভেঙ্গে মুক্ত করে দেব,

আমি পাহাড়ের চূড়ার মধ্যে আগ্নেয়গিরির
গলিত লাভার স্রোত বইয়ে দেব,
অতল গিরিখাদের মধ্যে অনন্ত জলপ্রপাতের
স্রোত বইয়ে দেব;
আমি তোমাকে এমন কিছু দিতে পারি
যা,কেউ দিতে পারেনি-
কখনও পারবে না!