কর্তব্য ও আদর্শ একত্রিত হয়ে
ষড়যন্ত্র করে হারালো প্রেমকে।
বেচারা প্রেম মৃত্যুর আগে
বীভৎস চিৎকার করে থেমে গেল।
তার নিথর দেহটাকে নিমেষে
লুকিয়ে ফেললো কর্তব্য ও আদর্শ।
হায়রে কর্তব্য ও আদর্শ!
তারা জানতো না প্রেমকে কখনও
শেষ করা যায় না!
তাকে পৃথিবীর গোপনতম স্থানেও
লুকানো যায় না।সগর্বে সে তার
উপস্থিতি প্রকাশ করবেই।
চৈত্রের পাতাঝরা গাছগুলি যেমন
বর্ষার প্রথম আগমনেই কচি কিশলয়ে
সাজিয়ে তোলে,প্রেম তেমনই-
ভালোবাসার মৃত সজ্ঞীবনী সিঞ্চনে জেগে ওঠে।