মাঝে মাঝে লোভী মনটা
ছুটে যেতে চায় দিগন্তে,
যেথায় গাছের মাথায় নীলাকাশ
কাটাতে কিছুটা সময় একান্তে!
কংক্রিটের জঙ্গলে কর্তব্যের দায়ে
লুকিয়ে রেখেছি পরিচয়,
মাটির গন্ধ ভুলে গেছি অগোচরে
জীবন শুধুই মরুময়!
সভ্যতা আনতে পরিণতি ভাবিনি
হয়নি রক্ষা ভারসাম্য,
বৃক্ষরাজির ধ্বংসে শ্রাবণ নাকাল
ঋতুতে এসেছে তারতম্য!
ধরণীর বুক চিরে শুষেছি নির্যাস
মনে রাখিনি ইতিহাস,
মহেনজোদারো হরপ্পা আবারও
ভাগ্যের নির্মম পরিহাস!
হইনি কেন সচেতন?
প্রশ্ন করে অবচেতন!!
আজ তার পরিণাম হেরি স্বচক্ষে
অসহায় বিলাপ এ তৃষিত বক্ষে!