যেদিন তোমায় প্রথম দেখলাম, মনে জাগলো কোনো এক অজানা অনুভূতি, মনটা চঞ্চল হয়ে উঠেছিল,

মনের ভিতরটা কে যেন নারাদিয়ে চলে গেল মনে হয়েছিল।

কিন্তু..................,

কিন্তু নিজেকে সামলে নিতে বাধ্য হয়েছিলাম কারণ আমি তখন সদ্য বিবাহিত......................

তাই সমাজের ভালো-খারাপ, উচিৎ-অনুচিৎ, নিয়ম-বেনিয়ম এর কথা ভেবে নিজের অন্তরের অনুভূতি গুলিকে, ভালো লাগা খারাপ লাগা গুলিকে চিরকালের ন্যায় বাক্স বন্দি করে তালা লাগাতে বাধ্য হয়েছিলাম,

বাধ্য হয়েছিলাম নিজের মন কে বোঝাতে যে,

"যে তুমি বিবাহিত তাই তোমার আর কারোর প্রতি কোনও অনুভূতি আসা উচিত নয়,

উচিত নয় কোনো ভালো লাগা খারাপ লাগাকে প্রশ্রয় দেওয়া,

উচিত নয় কাউকে ভালোবাসা। তাহলে তুমি কলঙ্কিত হবে। সমাজ তোমাকে বা তোমার অনুভূতিকে কোনো স্বীকৃতি দেবে না কেউ...........

তাই এখানেই থমকে যাও, আর ফিরে যাও গলা টিপে মেরে ফেলে তোমার অনুভূতি কে।"

যদিও বদ্ধ ঘরে তালা বন্ধ করলেও মেরে ফেলতে পারিনি আমি তাকে।