স্বাধীনতা
            ..... সৌমন্ত মুখার্জী

Song : ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর,  তোমাতে   বিশ্বমায়ের আঁচল পাতা॥

স্বাধীনতা স্বাধীনতা চারিদিকে রব
সারাবছর স্বাধীনতা কোথা যায় সব?
কত ঘরে অনাহার, শাসকের শোষন-
কোথাও পীড়িত পুরুষ কিংবা বধু নির্যাতন।
মানবতা আজ বিকিয়ে গেছে আধুনিকতার মাঝে,
নিজের বাড়ি ছেড়ে বাবা মা বৃদ্ধাশ্রমে আছে।

Song : উঠ গো, ভারত-লক্ষ্মী
উঠ আদি-জগত-জন-পূজ্যা
দুঃখ দৈন্য সব নাশি
করো দূরিত ভারত-লজ্জা

ছোট্টো শিশু কন্যা আজ নিরাপদ নয়,
দেশে রোজ কন্যাভ্রুণ হত্যা কত হয়।
সব দেখেও নির্বাক, নীরব থাকি আজ-
ঘটা করে স্বাধীনতার এক দিনের সাজ।
এক দিনের দেশভক্তি দেশপ্রেমের গান
বাকি সময় হানাহানি দেশমাতা ম্লান।

Song : ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।

লজ্জা হয়না আর, নিজের টাই বুঝি-
বিবেকও হারিয়ে গেছে,আবার মানবতা খুঁজি।
এরপরেও বল না গো আমাদের কি দায়?
স্বাধীনতা হীনতায় কে বাঁচতে চায়?
বলতে পারো এই দেশ আবার স্বাধীন কবে হবে
কবে আমরা বলব আবার : ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে........

Song : বল বল বল সবে শত বীণা-বেণু-রবে
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লবে
ধর্মে মহান হবে কর্মে মহান হবে...
নব দিনমনি উদিবে আবার পুরাতন এ পুরবে ।