শুধু তোমাকে চেয়ে
.... সৌমন্ত মুখার্জী
দুটো হাত ধরতে চেয়েছি শুধু,
শুধু ছায়া থেকে মনটাকে সরাতে চেষ্টা করেছি,
নিঃস্ব মনের আগুনে ছবিটা
জ্বালাতে চেষ্টা করেছি বার বার।
পাগল করেছে অদ্ভুত ওই চোখের নেশা,
তবু কেন? কেন -
সেই নিষ্পাপ ভাষায় হারিয়েছি নিজের দিশা
যতবার চাই ঠিক রাখতে, নিজের অস্তিত্বকে!
তোমার দৃষ্টিতে হারিয়ে ফেলেছি
অপেক্ষা, দুরত্ব, সীমা, প্রতিশ্রুতি...
নিজেকে হারাতে চেয়ে,
ডুবতে চেয়েছি - ওই দুটো শান্ত চোখে!
কিন্তু এখন..এখন সেই চোখের সামনে
একটা বড়ো কাঁচের দেওয়াল,
আমার সিগারেটের ধোঁয়ায়
যা আস্তে আস্তে হয়ে যাচ্ছে ঝাপসা।
এখন আমার সঙ্গী নিকোটিনের গন্ধ
আমিও যেন আস্তে আস্তে হয়ে যাচ্ছি ঝাপসা!