প্রেমাঞ্জলি
... সৌমন্ত
তোমার দৃষ্টিতে প্রেম খুঁজে পাই,
তোমায় যেন নতুন করে চাই,
হাওয়ায় আজ ভাসছে প্রেমের গন্ধ,
আমার এ পথ চাওয়াতেই আনন্দ।
তোমার কথায় মন যে ভাসে,
তোমার ছোঁয়া বুকের পাশে,
নতুন করে আজ যে গান গাই,
মাঝে মাঝে তব দেখা পাই।
তোমায় নিয়ে স্বপ্ন মেলা,
তোমার আঁচলে প্রেমের দোলা।
তোমার প্রেমে প্রাণ যে ভেসে য়ায়,
তোমার খোলা হাওয়ায়।
তোমার নামে বেঁধেছি মন,
তোমার সাথেই জীবন ধারণ,
তোমার সাথেই ভালোবাসা আর অভিমান,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।
তোমার সাথে প্রেমের মেলায়,
নবীন সুরে হৃদয় হারায়,
তোমায় যেন নতুন করে ভালোবেসেছি,
খেলাঘর বাঁধতে লেগেছি।