নেতাজির জন্য চিঠি
              - সৌমন্ত মুখার্জী

নুতন বছরের ক্যালেন্ডারে খুঁজছি
তেইশে জানুয়ারি কবে !
মাঝে দুই দিন নিলে ছুটি,
একটু বেরাতে যাওয়া হবে।।

নেতাজী তোমায়~আমারা এইভাবেই
আজও স্মরণ করি,
এই কদিনের ছুটি পেলেই পালাই
দীঘা কিম্বা পুরী।।

তোমার স্মরণে পিকনিক আজ
সেটাও জানো না তুমি,
জমিয়ে খাবে মটন-চিকেন
তোমার বঙ্গভূমি !

তোমার আদর্শ সংগ্রাম আজ  
ইতিহাসের পাতায় চাপা,
হয়তো তাতে ঊই ধরেছে
জানেই না কেউ সেটা।।

তোমায় নিয়ে মন্ত্রী-আমলা
কাড়াকাড়ি করে
আদর্শ নয় ,তোমার ছবিটা
ঝোলাতেই  হবে ঘরে।।

আজ তেইশে নেতাজী তুমি
প্রথম পাতার খবর,
রাজনীতিতে তুমিই ব্র্যান্ড
তোমার উক্তি জব্বর।।

যাদের জন্যে আনতে গেলে
তুমি এই স্বাধীনতা,
স্বাধীন হবার যোগ্যই নয়
এই মূর্খ জনতা।।

দেশটাকে আজ লুটেপুটে খায়
ললুপ নেকড়ে যত
নেতাজী তোমার স্বপ্নভারতের সূর্য,
এখন অস্তগত।।

তবু এখনও শিরদাঁড়া নিয়ে
আছে বেচেঁ কিছু মানুষ,
আকাশ জুড়ে তারাই ওড়ায়
নতুন কালের ফানুস।।

নেতাজী তুমি ফিরে এসো --
আবার স্বপ্ন দেখাও,
নতুন করে আবার একটা
নতুন ভারত বানাও।।

এবার আর বলিদান নয়
নতুন ভারত চাই আমরা !
গর্ব করে বলতে চাই
সারে জহাঁ সে অচ্ছা, হিন্দুস্তান হমারা......