নারী শক্তির আরাধনায়
                ..... সৌমন্ত মুখার্জী

আবার মাগো কালো ছায়া
নেমেছে এই বিশ্বে।
মাগো দূর হয়ে যাক এই কালো ছায়া
তোমার আশীষে।।
নারী শক্তির আরাধনায়
মাতব এবার মাগো
আবার ও ভোরের পাখি বলবে ডেকে
জাগো তুমি জাগো।।

দেবি প্রপন্নার্তিহরে প্রসীদ
প্রসীদ মাতর্জগতোঽখিলস্য ।
প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং
ত্বমীশ্বরী দেবি চরাচরস্য ।

চারিদিকে কন্যা-ভ্রূণ হত্যা  
আর ধর্ষণের রমরমা
অ্যাসিড পোড়া মেয়েটাও আজ বলছে
অসুরদের আর নেই কোনো ক্ষমা।
রক্তে মাখা কাপড়টাও আজ
প্রতিবাদের নাম
অসুরদের আজ মারতে, এসো মাগো
অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহম্‌
আদিত্যৈরুত বিশ্বদেবৈঃ ।
অহং মিত্রাবরুণোভা বিভর্ম্যহম্‌
ইন্দ্রাগ্নী অহমশ্বিনোভা ।।

নারীরা আজ সর্বজয়া
এগিয়ে সব কাজে
আজ তারা অবলা নয়
প্রমাণ করেছে এ বিশ্ব মাঝে।
আজকের উমার এক হাতে সংসার
আরেক হাতে বই
রূপং দেহীযয়ং দেহী
যশ দেহী দিশো জয়ী।।