🍁মানুষ মানবিক হও🍁
                   🖋কলমে- সৌমন্ত মুখার্জী

ট্রেনে যে ছেলে টা ভিক্ষা করতো
হঠাৎ ফসকে গেলো তার পা টা
ট্রেন চলে গেলো পায়ের উপর দিয়ে
পড়ল তার পা টা কাটা।
আর্ত গলার সুতীব্র চিৎকার
নেই কেউ শোনবার
ব্যস্ত যে যার কাজে সময় নেই একটু ও
সহানুভূতি দেখাবার।
দুটো ভিখারি একটা পুলিশ
তুলল তাকে প্ল্যাটফর্মে
এত জ্বালা যন্ত্রণা দেখেও
দুঃখ পাবেনা কেউ তার এই কষ্টে
নিরুপায় হয়ে একলা বসে সে প্ল্যাটফর্মে
মানুষে আবার যাচ্ছে চলে তাকে লাথি মেরে
অবহেলায়, বিনা চিকিৎসায়, কষ্ট পেয়ে
ছেলেটি যাবেই হয়ত মরে
মরে গেলেও বা  কি ভিখারি তো
সে যে লাগবে না কারো কাজে
মূল্য আজ যে তার শূন্য
আজকের এই ভদ্র সমাজ মাঝে
মানুষ আর কবে হবে মানবিক?
কবে যাবে এই বিভেদ গরীব বড়ো লোকের?
আর কবে হবে এই দেশ বিভেদ হীন?
কবে আর মনুষত্ব আসবে আমাদের ??