মা
- সৌমন্ত মুখার্জী
তোমার নারীর রক্ত ধারায়
জন্ম দিলে আমায়,
চোখ মেলতেই এই জগতে
প্রথম দেখছি তোমায়।
তোমার হাত ধরেই মাগো পথ
পেয়েছি এগিয়ে চলার,
ভাষা পেয়েছি তোমার থেকে
মনের কথা বলার।
ছেলেবেলা থেকেই অনেক তোমায়
জ্বালিয়েছি দুষ্টুমি করে,
কখনো বকুনি কখনো ভালোবাসায়
তুলেছ আমায় গড়ে।
যতটুকু আজ হতে পেরেছি
সবটাই তোমার অবদান,
মাগো তোমায় ভালোবাসি
এই ভালোবাসা অম্লান।।