কলমে তিলোত্তমা
                 ..... সৌমন্ত মুখার্জী

আমি তিলোত্তমা!
আমার দেহে আজ অগনিত আঘাতের চিহ্ন,
বুকের ভিতরে একটা গভীর ক্ষত যেখানে জমে রয়েছে কিছু শুকনো রক্ত, এক অসহনীয় কষ্টের.....
দেহের সব রক্ত, একটা গভীর ক্ষতে শুকিয়ে গেছে,
চলেছে এক নৃশংস অত্যাচার।
হ্যাঁ!
আমি আজ মিলিয়ে গেছি হাওয়ায়,
বলা হয়নি আমার সেই চেপে রাখা কথাগুলো।
আমি ধর্ষিতা এক !
এখন আমার চিৎকার শোনা যায় সেই চার তলার ঘরে...
আধুনিক সভ্য মানুষের অসভ্যতা ও বর্বরতার প্রতীক আমি,
আমি সেই তিলোত্তমা।