বড় হবো আমি
               ...... সৌমন্ত মুখার্জী

বড় হতে চাইছি আমি
তাইতো আমি
বেড়িয়ে বেড়াই ।
নবীন সত্তা জাগিয়ে রাখি
উশৃঙ্খলতা
কেবল এড়াই ॥

বড়ো হবো বলেই যদি
সিঁড়ির পরে
দুই পা বাড়াই ।
উঁচু কেবল সবার থেকে
উঁচু হলাম
বড় ছাড়াই ॥

তাই তো এখন খুঁজছি মাটি
শেকড় দিয়ে
আঁকড়ে থাকি ।
পাতার পরে সাজিয়ে পাতা
সূর্য এবং
আকাশ মাখি ॥

একটু আধটু উঁচু নিচু
কি আসে যায়
পাহাড় সাগর !
ওদের ভেতর তাকিয়ে দেখি
জেগে আছে
হৃদয় ডাগর ॥

মাটির সঙ্গে মাখামাখি
একটু ছায়া
অনেকটা নীল ।
একটু না হয় ছোট্ট থাকি
নাইবা হলাম
শঙ্খচিল !