বিসর্জন দিলাম তোমায় প্রেম
..... সৌমন্ত মুখার্জী
Song : ও যে মানে না মানা ,ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে,"না, না, না"
ও যে মানে না মানা ,ও যে মানে না মানা....
আজ বিসর্জন দিলাম ওই সাত দিনের প্রেমের
নানা প্রকারে যাকে করতে হয়েছিল প্রকাশ।
গোলাপের ফুলের তোরা হাতে তুলে দিয়ে
কথা দিতে হয়েছিল এক সাথে জীবন মরণের ।
আজ বিসর্জন হলো ওই সাত দিনের স্বপ্নর
যে নিয়ে এসেছিল এক যৌবন মনের পরিকথা।
উন্মাদ হয়ে গেছিল আমার এই হৃদয়ের
কত কত প্রেম ভরা জীবনের স্বপ্নের পরিকল্পনা ।
Song : যত বলি "নাই রাতি,মলিন হয়েছে বাতি"
মুখপানে চেয়ে বলে, "না, না, না"
ও যে মানে না মানা....
কেন বিসর্জন হলো এই প্রেমের জানো ?
আসলে প্রেম কোনো সাত দিনের উৎসব না,
যাকে আমরা সবাই ধুম ধাম করে পালন করবো।
প্রেম হলো এক অপূর্ব মনের ভাবনা - যাকে প্রকাশ করা যায় না কখনো ।
প্রেম আর ভালোবাসা আসলে বিশ্বাসের সুতো দিয়ে গাঁথা এক মালা,
যার সুগন্ধ সারাটা জীবন আমাদের সাথে জড়িয়ে থাকে।
প্রেম কে প্রকাশ করতে হয়না কখনো,
প্রেম তো সূর্যের প্রকাশের থেকেও বেশি প্রকাশমান।
তাই এই সাত দিনের প্রেম উৎসবের আয়োজন হয়
আবার প্রতি বছর বিসর্জন ও হয়ে যায়।
আসলে প্রেমের কোনো আয়োজন করতেই হয় না
আসলে প্রেম তো অবিনশ্বর,অমর হয়ে ।।
Song : বিধুর বিকল হয়ে খেপা পবনে,ফাগুন করিছে হাহা ফুলের বনে
আমি যত বলি "তবে,এবার যে যেতে হবে"
দুয়ারে দাঁড়ায়ে বলে,"না, না, না"
ও যে মানে না মানা....