এক পৃথিবীর কলে বরে
শব্দের ছড়াছড়ি,
অন্য একে বর্ণহীন শব্দহীন-
অর্থের বাড়াবাড়ি।

দেখেনি, বোঝেনি কেউ-
রং হীন তারল্যের সেই প্রাচুর্য,
সীমানা তাতে ঠেকেছে
শত বর্ণ মালার-
সমারোহ ঘটেছে,
খানিক দৃষ্টি পটে তা আবার
বিলীন হয়েছে,
তবুও থামেনি তার পদাচরণ।

আলোছায়া পথে, তিমির অন্ধকারে,
শব্দের খোঁজে,
তাড়িয়ে বেড়ায় তাই-
অবেলার বাস্তবিক জীবন।