ভেতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না
এই গানটি যখন মনে পড়ে তখন বেজে ওঠে
আমার হৃদয়ে-
তুমি কি জন্মাবে আমার ভেতরে
অল্প অল্প করে
নাকি হারিয়ে যাবে সাগরের অতল গভীরে?
এবার তো অন্তত হারিয়ে যেও না
ব্যাথায় ব্যাথা দিও না
নাহলে কোথায় হারিয়ে যাবো
তার ঠিক থাকবে না।
একটুখানি ভালো লাগা
তোমায় দেখে পার করে দিতে চাই
যুগ এর পর যুগ,
বুক ভরা হাহাকার জমবে
দুখের নদী বয়ে যাবে
যদিও পেয়ে হারাই
ক্ষনিকের সুখ।