সবুজে ঘেরা মুক্ত প্রান্তর
আর শহুরে সেই শাটল ট্রেন
ঘুম ভাঙা চোখে যাই চলে যাই
পথের যে কোন নেই সীমা নাই
হারিয়ে যাই কোথায়?
চারিদিকের সবুজ আবেশের বেশে
হেঁটে যাই ঐ কাটা পাহাড়ের দেশে
মনে হয় যেনো আবারো ফিরে এসেছি
টগবগিয়ে ঘোড়ার পিঠে চষে।
প্রভাতের শীতল আলোর প্রভায়
ছুটে চলেছি.....
অদূরের সেই নীল সবুজ ঘেরা শোভায়
অনুভবে তবে এতো প্রেম পাবো কোথায়?
চলার পথে কতো
মানুষের ভীড়ে
দেখা মেলে ভোরের পাখিদের নীড়ে
স্নিগ্ধ এক পূর্ণতা আছে যেনো
এই শাটল ট্রেনকে ঘিরে।
কতো গান, কতো সুরের তালে
জমে ওঠে সেই শাটল ট্রেনটি
জলের গানে সবুজের টানে
মুগ্ধতায় ভরে ওঠে মোদের জীবনটি।
আজ মোরা সবাই.......
শাটল ট্রেনের মিলনমেলায়
শত বাধাঁ পেরিয়ে পৌছে যাবো
আমাদের প্রিয় বিশ্ববি প্রাঙ্গনমেলায়।
এমনো বিশ্ববি সারা বিশ্বে....
খুঁজে পাওয়া ভার।।