দৃষ্টিনন্দিত চোখে
তাকাও একটিবার
তোমার দিকে চেয়ে আছি দেখো,
কতো কতোবার।
তোমায় দেখে দেখে
সময় যায় ঘনিয়ে...
তবুও তুমি দেখনি চেয়ে,
সেই দিকে ফিরে।

বসেছিলে সেই তুমি
দখিনের জানালা ঘিরে..
সম্মুখে দৃষ্টি ছিল,
তোমায় দেখছি বারে বারে।।
যেনো অপরূপ তুমি
লাবন্যময় সেই দৃষ্টি
হৃদয়ে জাগায় অনুভূতি,
সত্যিই তুমি এক অনন্য সৃষ্টি।

ডেকেছিলাম তোমায় সেদিন
দেখনি তো ফিরে চেয়ে
আমি ছিলাম ই তো অপেক্ষায়
তোমারি সাড়া তে।


ভাবনাগুলো এলোমেলো হয়
তোমার দৃষ্টি পলকে দাঁড়িয়ে,
ভয় জাগে মনে
তোমার শব্দকথা শোনার প্রত্যয়ে।
কাল আবার হবে দেখা
তোমায় দেখবো আমি
কলম হাতে লেখা কবিতায়
ভাসবে তোমারই প্রতিচ্ছবি।