যতটুকু ছিলো হৃদয়ে প্রেম, তিলে তিলে হলো ক্ষয়,
বুকের বেদনা নিভৃতে মেনে নেয় তার পরাজয়।
বাঁশিতে ফুঁ দেয় বাঁশরিয়া, বাতাসে কষ্টের মন্থন,
আঙুলের ফাঁকে কষ্টে আসা-যাওয়া সুরের ক্রন্দন।
তুমি বড়ো জ্ঞানীগুনী, তাই ঘুর সারাবিশ্ব,
তোমাকে খুঁজতে গিয়ে আমি হলাম নিঃস্ব।
সবুজ ঘাসে শিশির কণা করে যেমনি আলিঙ্গন,
তেমনি করে দুজনে মিলে বানিয়েছিলাম প্রিয়ক্ষণ।
জলন্ত অগ্নিতে অবিরাম অন্তঃপুরে ভস্ম
কিভাবে বলি আমি, এটা আত্ম নিগৃহীত।