না পেলে তোমায়, চোখ আমার স্বপ্নহীন হয়ে যাবে
মুখোমুখি দাঁড়ালে এসে, মরা গাছও প্রাণ ফিরে পাবে।
বিন্দু বিন্দু অশ্রু ঝরে নির্ঘুম দুটি চোখেতে,
চোখের জল জমা রাখি সেই মুখটি আঁকিতে।
খুলে দাও চোখ আর হৃদয়ের সমস্ত আগল,
শুধু নিজেকে নিয়ে কেউ হয়ো না যেনো পাগল।
আকাশ জুড়ে তারার মেলা শিশির ভেজা রাত,
নীল আকাশে ভাসছি যেন ধরে চাঁদের হাত।
সাগর বুকে নৌকা যেমন তুমি আমার বুকে,
স্নেহের সুখ দোলায় দোলে ঘুম নেমেছে চোখে।