প্রকাশ করা কঠিন বটে মনোটানের কারণ সব,
চোখের আড়াল হলেই তুমি, অন্তর জুড়ে কলরব।

হৃদয় ক্যানভাস রঙে ভরা তাই দিয়ে সেই মুখ আঁকি,
মনের ভেতর কল্পনা আর তুলি রঙে মাখামাখি।

যত্ন করে আঁকি তোমায়, মনের মধ্যে গোপনে,
মনের রঙে সাজিয়ে করি, ভাব বিনিময় আনমনে।

তোমার মধ্যে পূর্ণাঙ্গ রোদ তোমার মধ্যে জ্যোৎস্না,
তোমার জন্য ভেসে থাকা খেয়াঘাটের দোষ না।

তুমি এমন শক্তির আধার আগুনও যায় পাওয়া,
তুমি যদি মেঘ হতে তো থাকত সাথে হাওয়া।

(সংক্ষিপ্ত)