আমার উচ্চতাকে ভয়
যে উচ্চতায় আকাশ ছুঁয়ে যায় না ফেরা
উর্ধ্বে, আারও উর্ধ্বে ওঠার আকাঙ্খা হয়।
যে উচ্চতায় উন্নত শির, আমিই সেরা
সেখান থেকে আর বাকি সব ক্ষুদ্র দেখায়।
যে উচ্চতায় টলবে মাথা, শিথিল জমি
তবুও অনড়, শিকড় ছিঁড়ে এগিয়ে যাওয়া,
যে উচ্চতায় কেউ পাশে নেই, কেবল আমি
সঙ্গী শুধু সাবাশ-ধ্বনি, অসীম চাওয়া।
যে উচ্চতায় ফস্কালে পা, সব খানখান
এক লহমায় বিচ্যুতি, মুখ থুবড়ে পড়া,
যে উচ্চতায় ভয় পেলে খুব, যায় না হঠাৎ
অন্ধকারে মায়ের আঁচল আঁকড়ে ধরা।
যে উচ্চতায় স্বাধীনতা হারায়, বাড়ায়
গভীরে জমা, হৃদয়ের সুপ্ত হতাশা
যে উচ্চতায় দগ্ধ হলে, ফিরে আসেনা আর
প্রারম্ভের সুন্দর চিন্তা ও বুক ভরা আশা।