স্মৃতির খাতায় লেখনি ধরে
ওলট-পালট চিন্তা ঘোরে
হঠাৎ দিনে পেলে অবসরে
কলম চলে কার বিহনে?
একটু সুযোগ কর তালে
সীমানা ছেড়ে পর কালে
গোধূলি ভোর এলে কেনো
শূন্য খাতার অপ্রয়োজনে?
শীর্ষে ওঠার বিশাল ধারায়
ওঠে পড়ে চলার বহমায়
চিন্তা কেবল পৌঁছে যাবো
ঐ জলধির গোধূলি মোহনায়।
পিপাসা মেটার হরেক দরে
কাটে দিন দুঃস্থ পালের ঘরে
দীন স্মৃতি গনে ক' জনে
কলম চলে কার বিহনে?