কষ্টের মাহাত্য বুঝে ক'জন?
তার মূল্য কতখানি?

সময় টা অন্যের জীবন গড়ার বিসর্জনে
দিলেও, সংকেতে শুনি
তার নির্মম বাণী।

কখন আসবে সে সময়
যখন জীবনের চলার পথে থামবে না ছন্দ,
তার স্রোত হবে মধুর
নাকি কেবলই দ্বন্দ্ব।

সে হিসেবের মার কাটারি
আছে কি আর নিজের হাতে
চাকরি টা তবুও অমূল্য
কালে ভদ্রে তার অস্তিত্ব রক্ষাতে।

টেসলা ছিলেন মুক্ত শক্তির জনক
আজও তা মনে রাখে অনেকে
যদি তোমার ঘৃণা বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়
তবে তা আলোকিত করবে জগৎ টাকে।