কখনো বলা হয়নি, তোমায় ভালোবাসি
হয়তো সাহস করে বলতে পারিনি
সময়ের কাটাগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে,
দিন শেষে সেই রাত্রি আসছে,
তবুও যেনো আছো তুমি, আমার কল্পনায়
যা আমাকে শক্তি দেয়, মোর উদ্দীপনায়
যা আমাকে নিত্যদিন নতুন করে বাঁচতে শিখায়
যা আমার মনে, প্রাণের উচ্ছাস জাগায়
সত্যি বলছি-
সত্যিই আমি ভালোবাসি তোমায়।
আজ আর সেই কথাটি ধরে রাখতে পারিনি
জানি, আমায় কখনো ফিরাবে না তুমি
তাই মনে মনে বেঁধে নিয়েছিলাম
সেই প্রার্থনাটুকু, তুমি রাখবে
চোখ যদি অশ্রু জলে ভিজে যায়
তোমার স্পর্শে তা শুষ্কতা পাবে
হয়তো একদিন কাছে এসে দাঁড়িয়ে
একটিবার তুমি ভালোবাসি বলবে আমায়
সত্যি বলছি-
আজো আমি ভালোবাসি তোমায়
ভোরের পাখিরা শুনবে সে শব্দধ্বনি
যে ধ্বনি হতে ভেসে আসবে-
তোমার কন্ঠ মিশ্রিত মধুর প্রতিধ্বনি
সে ধ্বনি আজ কতোদিন যেনো শুনিনি।
স্নিগ্ধতার পূর্ণতা প্রতি মুহূর্তে ভেসে আসবে
হয়তো পুরো পৃথিবী তার সাক্ষী হয়ে থাকবে
তবুও তার মতো করে কেউ কি আর আসবে?
আজ কি সত্যিই-
তুমি আমায় ভালোবাসি বলবে।
হয়তো কোনো লাভ নেই এসব ভেবে
বিনিদ্র রাত্রির ঐ দূর নীল আকাশে
নক্ষত্র তারাগুলো তোমারই সাক্ষী হয়ে রবে
এইভাবে ভালোবেসে যাবো তোমায়ই
প্রতিক্ষণে মনে পড়বে তোমায়ই
সত্যি বলছি-
"।।আজো ভালোবাসি শুধু তোমায়ই।।"