জানি নেই তার সামর্থ্য কাউকে কিছু দেওয়ার
কিংবা কারও মন নিয়ে ছিনিমিনি খেলার,
তাই ভেবে অপেক্ষায় থাকি আমি
কখন সে বুঝবে সকল চাওয়া- পাওয়ার?
থেমে তো থাকে না সময়
বদলে যায় অনেক কিছুই
স্মৃতিগুলো এসে পাড়ি জমায়
তবু মন ভাবে তারে শুধুই।
পেয়েছিলাম প্রথম কালে
অনেক আগ্রহ জড়ানো হাসি
সময়ের পালাবদলে
তা হয়ে গেলো স্বার্থপরবাসী।
বলেছিলে কিছু না দিতে আর
তবুও দিয়েছি আমি
মন বলে তো কিছু নেই তোমার
যা পৃথিবীতে সব থেকে দামী।
যার নিজের উপরই দেখি নিয়ন্ত্রণ নেই
বলে যায় কথা একের পর এক,
পাঁচমিশালী সেই কথার ফাঁকেও
তুমি অনুভূতিহীন নির্ভরশীলবেগ।
তোমার আশাই পূরণ হোক
বেঁচে থাক স্বপ্ন, তোমার মা-বাবার
আমায় কিছু না দিলেও
তোমায় দেবো একদিন জীবনের সেরা উপহার।
তুমি কী রবে-
আমার সেই উপহারের অপেক্ষায়?
মিলবে সেই সূত্র
যদি আমায় প্রতিদিন দাও- "বিদায়"।