তুমি স্বপ্নের মতো এসেছিলে এই কালকুঠুরীতে
দেশলাই কাঠি হয়ে।
আমি বহুবছর পর আলো দেখেছিলাম,
চোখে অনুভব করতে পেরেছিলাম
চার দেওয়ালকে।
শ্যাওলাগুলো মৃদু আলোয় ঝলসে উঠেছিল।
রাগী ঋষির সহস্র বছরের তপস্যাভঙ্গের মতো।
কিছুক্ষণ পর কাঠি নিভে যায়, স্বপ্নেরা মিলিয়ে যায়,
চোখ অন্ধকার হয়ে যায়, রড কোশ দিশেহারা।
ঋষি পুনরায় তপস্যায় ফিরে যায়।
আমি ভাবি এটাই তো স্বাভাবিক।