কে বলেছে পুরোনো বছর
পুরোপুরি বিদায় নেয়?
আমরা তাকে যতই ছেঁটে ফেলতে চাই-
নিউ ইয়ারের উৎসবে,
সে কিন্তু রয়ে যায় কিছু ছেঁড়া স্মৃতি নিয়ে,

ঠিক যেমন পুরোনো ভাড়াবাড়িটি-
দেখি, সবই ঠিক আছে-
শুধু ভাড়াটে বদলে গেছে।