জীবনের মায়াঘরে কোনো এক অস্ফুট শব্দে
শোনা যায় ক্রন্দন।
জীবনচিতায় অগ্নির দাপাদাপি,
বর্ধিষ্ণু ক্ষুধা সব জ্বালিয়ে দেয়।
একালের কালসর্পের মায়াবী ছোবলে
চেতনার বিনাশ হয়।
জাগ্রত দেশের ঘুমন্ত আদর্শ
ঘুমের ছড়া আওড়াতে থাকে।
মানুষের গৌরবের জ্বলন্ত চিতায়
পড়ে আছে রক্তাক্ত গোলাপ।
জীবনের সব লেনদেন হারিয়ে
'একে চন্দ্র, দুইয়ে পক্ষ....'
শ্রান্ত ক্রন্দনের মূল্যহীন ভাবাবেগ
নিরুপায় হয়।
চিতা জ্বলতে থাকে....
পুড়তে থাকে লাল গোলাপ....