আমি বৃষ্টি দেখেছি,
শান্ত পথের রুক্ষ বটগাছটার ছায়ায়
যখন সন্ধ্যা নামে,
তখন বৃষ্টি এসে ভিজিয়ে দেয় তার ফ্যাকাশে হয়ে যাওয়া পাতাগুলোকে।
সে চিনতে পারে,
সেই বৃষ্টি তো আসলে তুমিই।