জীবন প্রেমে পোড়া এ মন
কি দিয়ে জুড়াই বলো সখি,
ষোলো আনার এক আনা বুঝলাম
পনেরো আনাই বাকি !
ছেলেবেলার অবুঝ খেলায়
ফানুশ কাঁচের জীবন,
ধুলোয় মেখে আজ যে সেটা
বেঁচে থাকার মরন !
যতোই বলি সুখী আমি
পূর্ন আমার ঘর,
ঘরের পানে চেয়ে দেখি
আমিই আমার পর !
কতো খেলাই খেললি রে মন
পাগল সাজার ফাঁকে,
চোখ মেলে দেখলি নারে
সুখটা কোথায় থাকে?
মিছেই খুঁজিস সুখের কনা
হাত করে শুন্য,
নিজে সুখী হতে গেলে
আগে দুঃখকে কর পূর্ন !
সেই দুঃখ যদি পূর্ন না হয়
হয়ে ওঠে পাথর,
তবে দু চোখ বুঁজে খুঁজে নে তোর
সেই স্বপ্নের জন্মান্তর ।।
রচনাকাল ::২৭/০৫/২০১৬