লাল পাড়ের সাদা শাড়ী,
রঙ্গিন টিপ আর রাঙ্গা চুড়ি,
ঢাক বাদ্যের সুরের পাশে
ধুপের গন্ধে মৃম্ময়ী হাসে !
যুবারা সব উঠছে ঘেমে,
সেলফি নামের সুখ উদ্দামে ।
মায়ের মুখে চাইবো পরে,
আগে শাড়ীর নামটা দেরে !
উর্বশী না উর্মিলা,
সব কিছুতেই রূপের লীলা !
সেদিনের সেই পূজো গেছে,
আজকের মানুষ আজকেই বাঁচে !
কালকের কথা দিলাম ছেড়ে,
সভ্যতা আজ নখের গোড়ে,
টাইপিং এর "মিস ইউ" টা
পাছে যদি ভুল আসে ?
সেদিনের সেই শরতের প্রেম
আজ মিশেছে পোষ্ট শেয়ারে ।
সবার আগে উচ্ছ্বাসের দাম,
তারপরেই না মায়ের প্রনাম !
সব দেখে তাই আলোর ছায়ায়,
মা যে হাসেন করুণ মায়ায় ।
পূজোর প্রনাম মনেতেই থাক,
মনের গায়েও রঙ্গিলা পোষাক !
দামি যতো সুখের ভিড়ে,
সেই শরৎ পূজো গেছে উড়ে,
আজ বাংঙালীর দূর্গা পুজো,
অতি সভ্যতায় লজ্জা কুঁজো ।
রচনাকাল ::০৭/১০/২০১৬
Copyright@ sougat rana