তুখোড় নিশান,
বিন্দু ভেদের অনবদ্য শিল্পী,
রোজের মুখোমুখিতে দাঁড়িয়ে,
তুমি উল্লাসিত বারংবার !
দেশ মুগ্ধতা নিয়ে দেখছে তোমায় !
বাহবার অট্রালিকায় তোমার অহংকার !
কিন্তু তোমার দুর্ভাগা নিশানা যেখানে,
সেই মাটি কি করে ভুলবে তোমায় ?
সেখানে কাঁদা মাটির লাশ মানুষ ?
অথবা ঊর্মির তালে যে শিশুর শরীর দোলে ?
আবার তোমারই ঘরে কেঁদে ফেরা মায়ের মুখ,
বধূর রঙ্গিন আঁচল, পিতার উৎকন্ঠার চোখ,
যুদ্ধংদেহী রুপে তুমি রণসাজের রাজকুমার !
কে কাকে ক্ষমা করবে ভাবো তো ?
কিংবা কার হবে পরাজয়ের জয় ?
কি লাভ বলো,
এই নষ্ট রাষ্ট্র নীতির গল্পগাথার নায়ক সেজে ?
তার চেয়ে পৃথিবীর সব সিমান্তে হোক,
সহস্র গোলাপের চাষ !
কার্তুজ নয় বন্ধু,
বিনিময় হোক রক্ত গোলাপ !
লাল অভিবাদনে মিলাক না হয়,
রক্ত ভেজা অভিমান সব !
থামুক,থামুক,থামুক এবার
সভ্যতা ধংসের এই হিংস্র কলরব !
রচনাকাল :: ২৬/০৯/২০১৬
Copyright@ sougat rana