অনামিকা,
তোমার চোখে চোখ রেখে,
তোমাকে একদিন
ইন্দ্রপুরীর গল্প শোনাবো,
শোনাবো আমার স্বর্গপতনের গল্প।
তুমি শুনে তোমার-
সবুজ ওড়নায়
নোনাকান্না লুকাবে জানি।

ভেবেছিলাম ......
তোমাকে ইতিহাসের
পাতা থেকে তুলে আনা-
প্রাগৌতিহাসিক এক ভালোবাসার
গল্প শোনাবো,
হৃদয়ের সবটুকু রঙ দিয়ে অজন্তার দেয়ালে,
লেখা আদিম ভালোবাসার গল্প।

জানো?
আজ আমার পৃথিবীটা এত বিবর্ন!
যে দেয়ালে নিজের ছায়াতে,
নিজে শিউরে ওঠে,ভুয় হয়।
তবু এই অন্ধকারে,
নিজের হাতের দিকে তাকিয়ে,
ঘৃণায় আমার প্রতিটি স্নায়ু
ধিক্কার দিয়ে ওঠে,
আর বলে তুই ব্যব্যর্থর্থর্থর্থর্থর্থ।

আমি জানি,
আমি খুন করেছি,
আমি খুনি।
ভালোবাসা হত্যার দায়ে,
নিজেকে হয়তো- কোনদিন
ক্ষমা করতে পারবো না ।