হাজার কাজে হারিয়ে গেছে, আমপাতা জোরাজোরা।
দিনরাত চলে ব্যস্ত চাবুক, ছুটছি জ্বালায় আমারা ঘোড়া।
মাথায় হাজার কাজের বোঝায়, ভুলে গেছি ইকিড়-মিকিড়।
সেই ছেলে বেলার স্মৃতির ফ্রেমে, ঝুলে আছে চাম চিকিড়।
খোকা এখন মাছ ধরে না ক্ষীর নদীর কূলে,
চাকুরি পাওয়ার আশায়, সে যে পড়ে ইংরাজি ইস্কুলে।
কোথায় যেন হারিয়ে গেছে বাঁশ বাগানের চাঁদ,
শ্লোক বলা কাজলা দিদি, তাই করেছে রাগ।
ঐ পদ্মা দিঘি জল গড়িয়ে হয়েছে সুইমিং পুল,
আজ জীবন যুদ্ধে লড়তে গেলে,বুঝি নিজের ভুল।